🏷️ জাতীয়

চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে বেগম জিয়াকে

📍 : জনগণ ডেস্ক

| 📅 4 December, 2025, 8:20 pm

0Shares

আজ বৃহস্প‌তিবার (৪ ডি‌সেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসকদের মাধ্যমে তৈরি মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত বেগম জিয়াকে কাতার র‌য়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে মধ্যরাতে বা সকালের ভেতর লন্ডনে নেওয়া হবে। তার বর্তমান শারীরিক অবস্থার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন করে উনাকে দেশের বাইরে নেওয়া হবে।
মায়ের চিকিৎসার যাবতীয় কার্যক্রমে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন তারেক রহমান। এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। যার যার ধর্মমতে সবাই বেগম জিয়ার জন্য দোয়া করছেন। সেই সাথে এভারকেয়ার হাসপাতালের নার্স, চিকিৎসক এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। আসুন আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া করি।