🏷️ বরিশাল

বরিশালের ৬ আসনে ৬২টি মনোনয়নপত্র গ্রহণ,  দাখিল করেছেন ৪৮ জন প্রার্থী

📍 : বরিশাল প্রতিনিধি

| 📅 30 December, 2025, 12:54 am

0Shares
বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৬২টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। এসব মনোনয়নপত্রে ৪৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বরিশাল জেলা প্রশাসক ও  রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন।
রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী,
বরিশাল – ১ আসনে ৫টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে এবং সেখানে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
বরিশাল-২ আসনে গ্রহণ করা হয়েছে ১২টি মনোনয়নপত্র, দাখিলকারী প্রার্থী ১১ জন।
বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র গ্রহণ ১১টি, দাখিল করেছেন ১০ জন প্রার্থী।
বরিশাল-৪ আসনে গ্রহণ করা হয়েছে ৬টি মনোনয়নপত্র, দাখিলকারী প্রার্থীও ৬ জন।
বরিশাল-৫ আসনে সর্বাধিক ১৮টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, তবে সেখানে ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
এছাড়া বরিশাল-৬ আসনে গ্রহণ করা হয়েছে ১০টি মনোনয়নপত্র, দাখিলকারী প্রার্থী ৬ জন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়ন গ্রহণের কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী ধাপগুলো বাস্তবায়ন করা হবে।
এ সময় জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#