🏷️ বরিশাল

খালেদা জিয়ার মৃত্যু সংবাদে বরিশাল শোকে স্তব্ধ

📍 : নিজস্ব প্রতিবেদক

| 📅 30 December, 2025, 6:11 pm

0Shares

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো বরিশালও শোকের ছায়ায় ঢেকে গেছে। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এই আপসহীন নেত্রী। খবর ছড়িয়ে পড়তেই বরিশাল জেলা ও মহানগর বিএনপি, অঙ্গসংগঠন, নেতাকর্মী এবং সাধারণ মানুষ শোকস্তব্ধ হয়ে পড়েন।

বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। কান্না, কালো ব্যাজ, কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রিয় নেত্রীকে স্মরণ করেন। উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম।

শোক প্রকাশ করেছেন বিএনপির উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল বারের সিনিয়র আইনজীবী আল হায়দার বাবুল, ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক, বাবুগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, উজিরপুর পৌর বিএনপি সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, সাংবাদিক সংগঠন বরিশাল রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাব, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইও শোক প্রকাশ করেছেন।

বরিশালের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয় এবং সরকারি কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়। শোকের ভারে আজ পুরো বরিশাল নীরব।