🏷️ বরিশাল

বরিশালে নারী পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্ট: পেশাদারিত্ব ও মনোবল বৃদ্ধি লক্ষ্য

📍 : বরিশাল প্রতিনিধি

| 📅 30 December, 2025, 10:28 pm

0Shares

বরিশাল জেলা নারী পুলিশ ব্যারাকে (গত ২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো ‘নারী পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন ১০ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ শাহাব উদ্দীন, আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমনসহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সদস্যবৃন্দ।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, খেলাধুলার মাধ্যমে পেশাদারিত্বের বিকাশের পাশাপাশি ভাতৃত্ববোধ ও মনোবল বৃদ্ধিকেই এ আয়োজনের মূল উদ্দেশ্য হিসেবে ধরা হয়েছে।