🏷️ বরিশাল

নিজেদের সাংবাদিক দাবি করে চাঁদা আদায় করতে গিয়ে ধরা

📍 : বরিশাল প্রতিনিধি

| 📅 9 December, 2025, 5:05 pm

0Shares

বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকায় নিজেদের সাংবাদিক দাবি করে চাঁদা আদায় করতে গিয়ে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন মো. মামুন ডাকুয়া (৩৮) ও মো. জাহাঙ্গীর মোল্লা (৪০)।

স্থানীয়দের দাবী, আটকৃত ব্যাক্তিরা ভুয়া সাংবাদিক।

এ ঘটনায় লিয়াকত আলী খন্দকার নামের এক ব্যক্তি বাদী হয়ে অভিযোগ দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন-উল ইসলাম। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।