🏷️ বরিশাল

বরিশালে বিএনপির নির্বাচনী কৌশল চূড়ান্তে প্রস্তুতি সভা

📍 : বরিশাল প্রতিনিধি

| 📅 10 December, 2025, 7:02 pm

0Shares

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত ও নির্বাচনী কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিএনপির সকল নেতাকর্মীরা তাদের প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনা, ওয়ার্ড কমিটি গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একে একে আলোচনা করেন।

বুধবার বেলা ১১টায় সদর রোডের অশ্বিনী কুমার হলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত বরিশাল সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারের উপস্থিতিতে জেলা, সদর উপজেলা, উত্তর-দক্ষিণ বিএনপি ও বরিশাল মহানগর বিএনপিসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।