🏷️ feature

বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের তথ্য দলিলপত্রের প্রদর্শনী

📍 : বরিশাল প্রতিনিধি

| 📅 16 December, 2025, 4:23 pm

0Shares

মহান বিজয় দিবসে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের তথ্য দলিলপত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার। এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলকে সামরিক সম্মানসূচক পদক না দেওয়া তার প্রতি বৈষম্য। তিনি মেজর এম এ জলিলকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করার দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের প্রদর্শনী মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রদর্শনীতে তিন শতাধিক বই, দুই শতাধিক মুক্তিযুদ্ধের আলোকচিত্র, সাইক্লোস্টাইল মেশিন, রেডিও, পাকিস্তানি বাহিনীর শেল, ডামি রাইফেল এবং বাংলাদেশের প্রথম সংবিধানসহ মুক্তিযুদ্ধের নানা স্মারক স্থান পেয়েছে। প্রদর্শনী সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এম এ জি কবির ভুলু আবেগাপ্লুত কণ্ঠে বলেন, এসব স্মৃতি দেখলে সেই দিনের নির্মমতা আবার মনে পড়ে যায়।

এ সময় আরও বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ অন্যান্য সাংবাদিকরা।