🏷️ ভিডিও

তিনি বুনে দিচ্ছেন নতুন কৃষকের স্বপ্ন

| 📅 20 December, 2025, 10:09 am

0Shares

দক্ষিণের মাটিতে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক সুমন শুধু পেঁপে চারা উৎপাদন করছেন না, তিনি বুনে দিচ্ছেন নতুন কৃষকের স্বপ্ন। তার হাতে গড়া সবুজ চারাগুলো দক্ষিণের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে। সেই চারার সঙ্গে সঙ্গে জন্ম নিচ্ছে আত্মবিশ্বাস, উদ্যোগ আর কৃষিতে ফেরার সাহস, যা বদলে দিচ্ছে অনেক তরুণের জীবনের দিশা।

ভিডিও দেখুন – https://www.facebook.com/reel/880070144427114