🏷️ জাতীয়

দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৮

📍 : জনগণ ডেস্ক

| 📅 26 December, 2025, 1:22 pm

0Shares

ঢাকা–বরিশাল–চাঁদপুর ও ভোলা নৌরুটে ঘন কুয়াশার কারণে মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। অনেক যাত্রী দুর্ঘটনার সময় নদীতে পড়ে যায় বলে আশংকা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোলা চরফ্যাশন ঘোষের হাট থেকে বিকাল ৫টায় ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় এম ভি জাকির সম্রাট -৩ লঞ্চটি। অপরদিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্য ছেড়ে আসে এডভেঞ্চার ৯ লঞ্চ টি। পথিমধ্যে চাঁদপুর হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে রাত আনুমানিক ১.৩০ টার দিকে দুই লঞ্চের সংঘর্ষ হয়। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানা যায়।

সদরঘাট নৌ থানার ইনচার্য সোহাগ রানা বলেন, লঞ্চে সংঘর্ষের ঘটনায় আটজনের লাশ পাওয়া গেছে। আরও কয়েকজন আহত হয়েছেন। তবে তিনি নিহতের ব্যপারে কোনো তথ্য দিতে পারে নি।

সম্রাট লঞ্চের প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, আমাদের লঞ্চটি ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ এডভেঞ্চার লঞ্চটি সম্রাট লঞ্চটির পেট বরাবর (মাঝখানে) জোরে ধাক্কা মারলে সাথে সাথে ১ জন মহিলা ও ২ জন পুরুষ যাত্রী স্পটে নিহত হন। যেই মহিলা নিহত হয়েছেন, তিনি দুই লঞ্চের ধাক্কায় দ্বি-খন্ডিত হয়েছেন এবং পুরুষ যাত্রীর মাথার মগজ বের হয়ে গিয়েছে বলে তারা জানান।

আরেক যাত্রী বলেন, দুই লঞ্চের ধাক্কায় সম্রাট লঞ্চের পাশের দিকটি চূর্ণ বিচূর্ণ হওয়ার কারণে অনেক যাত্রী নদীতে পরে যায়। এদিকে মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনার ঘটনায় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার ৯ লঞ্চকে আটক করা হয়েছে বলে জানা যায়।