🏷️ feature

চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

📍 : চুয়াডাঙ্গা সংবাদদাতা

| 📅 5 December, 2025, 9:43 am

0Shares

চুয়াডাঙ্গায় ক্রমেই জেঁকে বসছে শীত। ভোরের ঘন কুয়াশা আর হিমেল বাতাসে গ্রাম-গঞ্জে তৈরি হয়েছে ঠান্ডার আমেজ। শীত নিবারণে চায়ের দোকান ও মোড়ে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন নিম্ন আয়ের মানুষসহ সকল শ্রেণির মানুষ।

শুক্রবার ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিনুর রহমান জানান, শনিবার থেকে তাপমাত্রা আরও কমে ১০ থেকে ১১ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং শৈত্যপ্রবাহের আশঙ্কাও রয়েছে।

শীত বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রিকশাচালক শামসুল হক জানান, ঠান্ডায় কাজ কম, আয়ও কমে গেছে। ভ্যানচালক ও দিনমজুররা বলছেন, সকাল বেলায় কাজ না থাকায় পুরো দিনের আয় কমে যাচ্ছে।

অন্যদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। শিশুদের সর্দি-কাশি, নিউমোনিয়া ও রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শীত বাড়তেই ব্যস্ত হয়ে পড়েছেন খেজুরগাছিরা। গ্রামাঞ্চলে খেজুর গাছে নল বসানোর কাজ চলছে, ইতিমধ্যে রস ওঠা শুরু হয়েছে। খেজুর গুড় ও পাটালি তৈরিতে গাছিদের ব্যস্ততা এখন চোখে পড়ার মতো।