🏷️ খুলনা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মাঝে মাংস বিতরণ

📍 : খুলনা সংবাদদাতা

| 📅 3 December, 2025, 1:18 pm

0Shares

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনায় দুস্থদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১টায় রূপসা ট্রাফিক মোড়ে একটি গরু জবাই করে মাংস বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়।

মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা, বিএনপি নেত্রী সৈয়দা রেহেনা ঈসা, বিএনপি নেতা শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধূরী হাসানর রশীদ মিরাজ, বদরুল আনাম খান, কে এম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, প্রমুখ।

সন্ধ্যায় শেষ হচ্ছে খালেদা জিয়াকে পর্যবেক্ষণের ৭২ ঘণ্টাসন্ধ্যায় শেষ হচ্ছে খালেদা জিয়াকে পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা
অপরদিকে বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খুলনা প্রেসক্লাবের আয়োজনে আজ বুধবার বাদ আসর ক্লাবের মেম্বার লাউঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মো. ইউসুফ হাবিব।