🏷️ খুলনা

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

📍 : খুলনা সংবাদদাতা

| 📅 3 December, 2025, 1:22 pm

0Shares

খুলনার দৌলতপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম তৌহিদ (২৮)। তৌহিদ মহেশ্বরপাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে।

বুধবার (০৩ ডিসেম্বর) ভোরে নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট-মানিকতলার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার ভোর ৫টার দিকে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তৌহিদ সৎমায়ের সংসার থেকে বিতাড়িত ছিল। পরিবার থেকে বাবা কিংবা অন্য কেউ তার কোনো খোঁজখবর নিত না।

খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদাউস আলম খান বলেন, সকালে দুর্ঘটনাটি ঘটে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।