🏷️ খুলনা

খুলনায় আদালত চত্বরে খুন : পুলিশ বাদী হয়ে মামলা

📍 : খুলনা সংবাদদাতা

| 📅 3 December, 2025, 1:20 pm

0Shares

খুলনার আদালতে মূল ফটকে দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনার তিনদিন পার হলেও নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। বুধবার (৩ ডিসেম্বর) সকালে সদর থানা পুলিশের পক্ষ থেকে ১২/১৪ জনকে অজ্ঞাত আসামিকে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আমিনুল ইসলাম।

এদিকে, গত সোমবার রাত ১০টার দিকে তাকে নগরীর নতুন বাজার চর স্কুল গলি থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. রিপন ওরফে ইহুদি রিপনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করে আদালত। সে নতুন বাজার মাছ গলির বাসিন্দা জলিলের ছেলে।

খুলনা থানার অফিসার ইনচার্জ মে. শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের তিনদিন পার হলেও পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি। ফলে আজ আমরাই মামলা করলাম। দুটি হত্যাকাণ্ড হয়েছে। তিনদিন অপেক্ষা করলাম। কেউ আসলো না। আমরা তো আর বসে থাকতে পারি না। তাই আজ আমরাই মামলা করলাম। আর এ ঘটনায় সোমবার একজনকে আটক করা হয়েছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। হত্যাকাণ্ডে অংশ নেয়া কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, আটক রিপন বিলুপ্তি হওয়া ইহুদি বাহিনীর শীর্ষ সন্ত্রাসীর একজন। এ বাহিনীর প্রধান ক্রস ফায়ারে নিহত হওয়ার পর ২০০৩ সালে ইহুদি বাহিনী বিলুপ্ত হয়। তবে ওই গ্রুপের সদস্যরা অন্য গ্রুপে গিয়ে অপরাধ কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, গত রোববার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটের সামনের সড়কে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় হাসিব হাওলাদার এবং ফজলে রাব্বি রাজনকে। এ হত্যাকাণ্ডের সাথে খুলনার অপর শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।