🏷️ বরিশাল

বরিশালে শৃঙ্খলাবদ্ধ সমাবেশে আট দলের স্বেচ্ছাসেবকদের সমন্বয়

📍 : আরলিন, বরিশাল

| 📅 3 December, 2025, 3:20 am

0Shares

বরিশাল বিভাগের ছয় জেলা থেকে আটদলীয় জোটের নেতাকর্মীরা সকাল থেকেই বিভিন্ন পরিবহনযোগে সমাবেশস্থলের উদ্দেশে বরিশালে আসতে থাকেন। কেউ লঞ্চে, কেউ ট্রলারে, কেউ স্পিডবোটে, আবার কেউ সড়কপথে সমাবেশের দিকে রওনা হন। দীর্ঘ পথ পাড়ি দিয়েও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যাত্রাপথে ও সমাবেশস্থলে শৃঙ্খলা নিশ্চিত করতে আটদলের সমন্বয়ে গঠিত বৃহৎ স্বেচ্ছাসেবক দল সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে। দূর থেকে ছুটে আসা কর্মীরা জানান, এমন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা সত্যিই প্রশংসার দাবি রাখে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বেলস পার্কে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর বারোটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

সমাবেশে আসা বিভিন্ন জেলার নেতাকর্মী দের ভাষ্য, এমন সুশৃঙ্খল পরিবেশ দীর্ঘদিন কোনো রাজনৈতিক সমাবেশে দেখা যায়নি।

পটুয়াখালার এক কর্মী মো. আবুল সিকদার বলেন, “কোথাও বিশৃঙ্খলা দেখিনি। স্বেচ্ছাসেবকরা খুব সুন্দরভাবে পথ দেখিয়ে এনেছেন।”

ভোলা থেকে স্পিডবোটে আসা আরেক নেতাকর্মী বলেন, “এত মানুষের সমাগম, কিন্তু কোনো ধাক্কাধাক্কি নেই। সবাই খুব শান্তভাবে এসেছে। এমন দৃশ্য আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করে।”

ঝালকাঠি থেকে সড়কপথে আসা একজন তরুণ কর্মী জানান, “রাস্তায় নিজেদের মধ্যে একটা সমন্বয় ছিল। স্বেচ্ছাসেবকরা ডিসিপ্লিন বজায় রাখতে দিনভর পরিশ্রম করেছেন, এটা সত্যিই প্রশংসনীয়।”

অনেকে বলেন, এই শৃঙ্খলা বজায় রাখতে আট দলের যৌথ স্বেচ্ছাসেবক টিম এবং তাদের মাঠপর্যায়ের নির্দেশনা ছিল গুরুত্বপূর্ণ। একজন সিনিয়র কর্মীর ভাষায়, “আমরা আন্দোলনে এসেছি দেশের কল্যাণের জন্য। আজকের সুশৃঙ্খল পরিবেশ দেখে মনে হয়েছে, আমরা সঠিক পথে আছি।”

প্রধান অতিথির কঠোর বক্তব্য :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। বলেন, “যারা ক্ষমতা প্রেমিক, যারা মুখরোচক কথায় ধোকা দিয়ে ক্ষমতায় বসে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, দেশের সম্পদ পাচার করেছে, তাদের স্থান বাংলার মাটিতে হবে না।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্যই আমরা রাজপথে নেমেছি, চাঁদাবাজি আর খুনোখুনির রাজনীতি দেখার জন্য নয়।”

পীর সাহেব চরমোনাই বলেন, “দেশকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এসব রুখে দাঁড়াতে হবে। যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের আর সুযোগ দেওয়া হবে না।”

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনো পরিবর্তন হোন, নয়তো পরিণতির জন্য প্রস্তুত থাকুন।”

তিনি বলেন, “এবার ইসলামকে সুযোগ দিন। ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা হলে চাঁদাবাজি থাকবে না, অবিচার থাকবে না, খুনাখুনি থাকবে না এবং দেশের টাকা বিদেশে পাচারও হবে না।”

বক্তব্যের শেষে তিনি বেগম খালেদা জিয়া ও জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরের সুস্থতা কামনা করেন।