🏷️ বরিশাল

হাদির মৃত্যুর প্রতিবাদে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

📍 : বরিশাল প্রতিনিধি

| 📅 19 December, 2025, 1:23 am

0Shares

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও বাস টার্মিনাল এলাকায় একযোগে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের পাশাপাশি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও বের করেন।

নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ এলাকায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক আটকে বিক্ষোভ করেন। একই সময়ে চৌমাথা এলাকায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরাও সড়ক অবরোধে অংশ নেন। পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে মহাসড়ক অবরোধে যুক্ত হন।

এ সময় বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি চোখে পড়েনি।