🏷️ বরিশাল

ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে বিক্ষোভ-ঝাড়ু মিছিল

📍 : বরিশাল প্রতিনিধি

| 📅 10 December, 2025, 7:19 pm

0Shares

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারে সর্বস্তরের জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রহমতপুর-মীরগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।

বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক নারী-পুরুষ ব্যারিস্টার ফুয়াদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানান। তারা বলেন, বাবুগঞ্জের সাধারণ মানুষকে ‘চাঁদাবাজ ও সন্ত্রাসী’ হিসেবে উপস্থাপনের চেষ্টা জনগণের সম্মানহানির শামিল। “এই অঞ্চলে শত বছর ধরে বোমো (বাণ) তৈরি হয়” এ ধরনের মন্তব্যে তারা ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা আরও বলেন, ব্যারিস্টার ফুয়াদের ‘অমূলক ও অপপ্রচারমূলক’ বক্তব্যের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকার মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ সভায় নাজমা বেগম, খাদিজা বেগম, সুখি বেগম, মিনারা বেগমসহ কয়েকজন বক্তা ব্যারিস্টার ফুয়াদকে তার বক্তব্য প্রত্যাহার করে বাবুগঞ্জবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদ সাংবাদিকদের বলেন, ‘‘স্থানীয়দের চাঁদা দাবির কারণে সেতুর কাজ স্থগিত ছিল।’’ তার এ মন্তব্যের পর স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেন এবং তাকে ধাওয়া করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে বরিশাল-৩ আসনে এবি পার্টির পক্ষ থেকে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী করা হয়েছে। অপরদিকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।