🏷️ বরিশাল

পটুয়াখালীতে কুকুরছানা হত্যা: আইনি ব্যবস্থার প্রক্রিয়া শুরু

📍 : পটুয়াখালী সংবাদদাতা

| 📅 22 December, 2025, 6:30 pm

0Shares

কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরসংলগ্ন লতাচাপলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মম্বিপাড়া (সাধুর ব্রিজ) আশ্রয়ণ এলাকায় দুটি কুকুরছানাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি বাড়ির মুরগির বাচ্চা খাওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোনিয়া বেগম নামের এক নারী লাঠি দিয়ে পিটিয়ে কুকুরছানা হত্যা করেন। অভিযুক্ত সোনিয়া ওই এলাকার বাসিন্দা আলমগীর ও শামসুন্নাহারের কন্যা।

ঘটনার পর মহিপুর থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রাণী অধিকার কর্মীদের সমন্বয়ে ঘটনাস্থল থেকে দুটি কুকুরছানার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন প্রাণী অধিকার কর্মী বায়জিদ মুন্সী, এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্য।

স্থানীয় বাসিন্দা ফাতিমা বলেন, “নিরীহ প্রাণীর ওপর এভাবে নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

আরেক বাসিন্দা সত্তার হাওলাদার বলেন, “মুরগি খেয়েছে বলেই প্রাণীকে পিটিয়ে মারা; এটা অমানবিক। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”

এ বিষয়ে অভিযুক্ত সোনিয়া বেগম বলেন, “আমার দুটি মুরগির বাচ্চা খেয়ে ফেলায় আমি রাগে পিটিয়ে মেরে ফেলেছি। এর আগেও আমার অনেক বাচ্চা খেয়েছে।”

এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্য কেএম বাচ্চু বলেন, “প্রাণীর ওপর এ ধরনের বর্বরতা সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর বার্তা দেয়। আমরা চাই দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হামিদ বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ওসির সঙ্গে কথা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।